হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে হেমন্ততের প্রথমেই শীতের আমেজ অনুভব হচ্ছে। দিনে গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকেই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। রাতভর টিপটিপ করে শিশির পড়ছে। খোলা মাঠে দুর্বা ঘাসের উপর চিকচিক করছে শিশির ফোটা। ভোরে ফসলের মাঠ, সবজি ক্ষেত ভরে যায় শিশিরে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রমতে, সকালে প্রায় প্রতিদিনই জেলায় সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রেকর্ড হয়। আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্র জানায়, শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত পঞ্চগড়ে প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বর-জানুয়ারি কনকনে শীত থাকে। তবে শীতের আমেজ শুরু হয় অক্টোবরের মাঝামাঝি থেকেই। প্রতি বছরের মতো এবারও অক্টোবরের প্রথম সপ্তাহের শেষ দিকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে থাকে। ক’দিন ধরে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। রোববার জেলায় সর্বনিম্ন ২১ দশমিক।