নারী পুরুষ নয় ভেদাভেদ
নয়ন কুমার সাহা
নারী পুরুষ নয় ভেদাভেদ
চলুক সমান তালে
প্রধানমন্ত্রী হচ্ছেন নারী
শুনেছো সে কথা কোনো কালে?
এই দেশের-ই মেট্রোরেলে
দক্ষ মাঝি নারী
কলের জাহাজ, হেলিকপ্টার-
চালায় মটর গাড়ী।
ফুটবল -ক্রিকেটে
নয়তো নারী পিছিয়ে
জয় করছে অবিরাম-
সব বাঁধা ছাপিয়ে।
নারী ছাড়া পুরুষ মানুষ
যেন বিবর্ণ শ্রীহীন;
তাইতো যুগে-যুগে নারীর কাছে
পুরুষের আছে অঢেল ঋণ।
সংসারে সুখ আসে না
শুধু নারীর গুণে
যদি না থাকে পতিভক্তি স্বামী তার
সেই নারীর সনে।
নারী কখনো বোন, কখনো জননী
প্রেমিকের প্রিয়তমা
সন্তানের বেহেশত নসিব হয় না
জননী না করিলে ক্ষমা।
আবার নারী স্বামী ভক্তি-
না হলে হয় ক্ষয়;
স্বামীর পায়ে স্ত্রীর বেহেস্ত-
তা ছাড়াতো নয়।