নারী চায়
আজাদ আহমেদ
নারীকে শ্রদ্ধা করো
নিজের মাঝে
চাও যদি সুখ একটু আরো
নিজেকে দাও তাঁর হাতে-
ধর্ম মতে
বিশেষ কিছু পাইতে পারো।
নারীতো তেমন কিছুই
চায়না যদি
করো তাকে সম্মানিত।
নারী চায় পুরুষ যদি-
প্রেমের সহিত-
ভুলগুলো সব শুধরে দিত।
নারী চায় রাণীর আসন
স্বামীর বুকে
পরম প্রেমের শ্রদ্ধাবোধে
তাতে তাঁর ক্ষতি হলেও
হাটতে রাজি-
চৈত্র খরার ভীষণ রোদে।
নারীকে অন্যরকম
অন্যভাবে –
যদি বোঝার চেষ্টা করো।
তবে তাঁর দৃষ্টি শুভ-
তোমার প্রতি
শেষ হবে না জীবনভরও।