উৎকন্ঠা আর দারুণ উদ্বেগে সময়ের করাতে কাটছে প্রহর,
মেঘশাবক শিশির হয়ে বিন্দু বিন্দু গলে গলে জমছে নহর,
সাঁতরিয়ে চলছি আমি, নির্নিমেষ অদক্ষ নাবিক
বুকের পাঁজর ভেঙে হু হু ঢুকছে হতাশ হাঙ্গর
বেলা ডুবছে,ফিরে যাবার তাই বাড়ছে তাকিদ।
পুবে আমি,পশ্চিমে মঞ্জিল,হলুদ আভায় ছাওয়া
চতুর্দিক,
উড়ে ফড়িং,ডাকে পেঁচা,ভাসে ডাহুকের ক্রনাদন
স্বাভাবিক।
গৃধনির ছায়া মাথার উপর,দাঁতাল শুয়োর বাম দিকে,
পোড়া জনপদ ধোঁয়া কালিমা লেপিত আমার চোখে।