-ইস্তেকবাল চয়ন
ছেড়ে তো সে কতই গেছো
ঘর ভেঙেছ বারংবার
মন ভেঙেছো তারও বেশি
হয়তো বা সেটা লক্ষবার।
কম সুখে কি ছিলে তুমি
ছিল ত তোমার পৌষ মাস।
তবু কেন ভেঙে হৃদয়
আমায় করলে সর্বননাশ।
মাঝে মাঝে ইচ্ছা জাগে
জিগায় তোমায় একটিবার
আমায় ছেড়ে যেথায় যাবে
তার কি অনেক অলংকার?
সকল ছেড়ে সকল ভুলে
প্রশ্ন করি তোমায় বধু
যার কাছে তে যাবে তুমি
তার বুকে কি অনেক মধু?
ভাবনাতে আজ যতই আসো
ঠাই নাই মোর হৃদয়ে।
তোমার কাছে নেই কোন ঋণ
সকলি আজ পড়েছে নুয়ে।
পোড়া মন ভাঙা দেহ নিয়ে
কাটছে বেশ এই সব দিন
বুক ফুলিয়ে বলতে পারি
তোমার কাছে নেই কোন ঋণ
তোমার কাছে নেই কোন ঋণ।