স্মৃতির বাতায়নে স্বপ্নরা উঁকি দেয়, সুখ স্মৃতি খোঁজে।
হারিয়ে গেছে মোর মধুর অতীত, তেপান্তরের বাঁকে।
হারানো সেই স্বপ্নগুলো আজও আমায় ডাকে।
সবুজ ঘাসের ডগার উপর ঘাস ফড়িং নাচে।
পাখনা মেলে প্রজাপতি হরেক রকম সাজে।
সবুজ ক্ষেতে ধানশালিকের উড়াউড়ি ঝাঁকে ঝাঁকে।
বুলবুলি’রা গান শোনাতো তেপান্তরের বাঁকে বাঁকে।
কাঠবিড়ালীর ছুটাছুটি তেপান্তরের শাখে শাখে।
ময়না, টিয়া’র গানের সুর, লাগিত যে সুমধুর।
স্মৃতির পাতায় হাতরে ফিরি, দৃষ্টি যায় যতদুর।
তেপান্তরের তরু বীথি, লুকিয়ে সেথায় বাল্য স্মৃতি।
স্মৃতির পাতায় খুঁজে ফিরি তেপান্তরের কৃতি।
ফুলের সাথে, পাখির সাথে ছিল কত প্রীতি।
অস্ত রবীর ছায়ার সাথে মন ছুটে যায় তেপান্তরের প্রতি।
ধূসর অতীত, স্মৃতির পাতায় টানছি এখন ইতি।
স্মৃতির পাতা ইতি হলেও, সচল রবে মহাকালের গতি।