মা’কে ছাড়া// জুলফিকার শাহাদাৎ
হাঁটতে গেলে থমকে দাঁড়াই,বসতে গেলে বাড়ে তাড়া-
মা’কে ছাড়া,মা’কে ছাড়া।
মা এখানে, মা ওখানে মাকে দেখি ছবির মত
পেছন থেকে শব্দ শুনি, মা আমাকে ডাকছে কত
মা’র ডাকে যেই পেছন ফিরি,পাইনা তাকে,কার ইশারা?
মা’কে ছাড়া,মা’কে ছাড়া।
মা’কে ছাড়া একলা ঘরে আসে না ঘুম, যায় না থাকা
পুরো ঘরে নেই কোলাহল,নিঝুম-নিঝুম ফাঁকা-ফাঁকা
বুকের ভেতর কী হাহাকার,চোখে শুধু অশ্রুধারা
মা’কে ছাড়া,মা’কে ছাড়া।
মা’কে ছাড়া আমার মনে ফোটে না ফুল,আসে না গান
মা-ই আমার সুখের ছোঁয়া, ভালবাসা বুক পরিমাণ
আমার মত এই শহরে আর কে আছ আপনহারা?
মা’কে ছাড়া,মা’কে ছাড়া।
মায়ের বুকের শীতল পরশ এবং স্নেহের আশীষ,প্রীতি
এখন আমার জীবনজূড়ে শুধুই স্মৃতি,শুধুই স্মৃতি
কার কাছে যে রাখব মাথা?আমায় দেবে কে পাহারা?
মা’কে ছাড়া,মা’কে ছাড়া।
আঁকতে বসে ছবির খাতায় যখন হাতে রং ও তুলি
ইচ্ছে করে নিতে তখন আমার মায়ের চরণ ধুলি
কোথায় পাব মা’কে আমার? মা যে আমার নয়নতারা
মা’কে ছাড়া,মা’কে ছাড়া।