গীতিকাব্য
ঘুরবোনারে কারো পিছু
ফজলে রাব্বি নবাব
জ্বলে জ্বলুক আরো জ্বলুক
সয়েই যাবো নিরব নিচু,
নিভানিরা আরো দূরে থাকুক
ঘুরবোনারে কারো পিছু।
.
পুরো পুড়েই কয়লা হলে,
কার কী আসে যায় চলে।
অঙ্গারি কাঠ
ময়লা লোপাট
ভঙ্গুর পৃথিবীটার সবই মিছু,
নিভানিরা আরো দূরে থাকুক
ঘুরবোনারে কারো পিছু।।
.
ওরে ওরে সয়না জ্বালা,
বলবোনারে হবো কালা।
গুমরে কেঁদে
সইবো খেদে
জীবন্ত লাশ হতে বাকি কিছু,
নিভানিরা আরো দূরে থাকুক
ঘুরবোনারে কারো পিছু।।