বাংলাদেশ ভূমি ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে 16ই এপ্রিল 2022শনিবারে খোকসা উপজেলা কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কল্যাণপুর হাউজিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের মিলনায়তনে আয়েজিত এ মাহফিলে সমিতির সভাপতি আহসান নবাবের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি এম এ সালাম, সহ সভাপতি জয়নাল আবেদিন, নাজমুস সালেহীন, মহাসচিব রবিউল ইসলাম, যুগ্ম-মহাসচিব হাজী আমিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, প্রচার সচিব সোহেল রানা ও শিল্প সচিব আমিনুল ইসলাম বাচ্চু।
খোকসা উপজেলা কল্যাণ সমিতির মহাসচিব রবিউল আলম বাবুল ও সদস্য সচিব আনোয়ার হোসেন এর সঞ্চালনায় কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রেজেয়ানুল হক রাজা,সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ও কুষ্টিয়ার অন্যান্য উপজেলার নেতৃবৃন্দসহ ঢাকায় অবস্থানরত খোকসার সর্বস্তরের মানুষ এই দোয়া মাহফিলে অংশ নেন।
উল্লেখ্য সুশৃঙ্খল ও সুবিন্যাস্ত এ আয়োজনে দোজাহানের মঙ্গল কামনা করে দোয়া করেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের এ্যডভোকেট মো: রেজাউল ইসলাম।