কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় সহোদর নিহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়ন এর পাইকপাড়া মির্জাপুর গ্রাম এলাকায় রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে সিএনজি এবং পিক-আপের সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
মাছপাড়া থেকে ছেড়ে আসা সিএনজির যাত্রী ফিরোজ (২৩) সামিউল (১২) ঘটনা স্থলেই মারা যায়। তারা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ফলিমারা গ্রামের রবিউল এর ছেলে৷
সিএনজিতে থাকা অন্য যাত্রীরাও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।