কুষ্টিয়ার খোকসায় প্রতিক বরাদ্দের রাতেই এক চেয়ারম্যার প্রার্থীর ভাতিজার উপর প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দিন গত রাত ১০টার দিকে খোকসা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানের ভাতিজা জিকু (৩৫) এর উপর প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়। নিজের বাড়ির সামনে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত জিকু রতনপুর গ্রামের এসকেন্দার আলী মির্জার ছেলে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আয়ূব আলী জানান, তার ভাতিজা জিকু রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিল। প্রতিপক্ষের ২০/২৫ জন সন্ত্রাসী তার (প্রার্থী) বাড়ির সামনে জিকুর ওপর ধারালো অস্ত্রদিয়ে হামলা চালায়। গুরুতর আহত জিকুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন রতনপুর গ্রামের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে তার ভাতিজার উপর হামলা করেছে।