সাংবাদিক মাসুদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
খোকসা প্রেসক্লাব ও খোকসার সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে আজ সোমবার বিকেলে খোকসা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার খোকসা সংবাদদাতা মনিরুল ইসলাম মাসুদ এর অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খোকসা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল এর খোকসা প্রতিনিধি মুনসী লিটনের সভাপতিত্বে এবং খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীণ এর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসহাক আলী,খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,প্রয়াত মাসুদের দুই ভাই সহ খোকসার সুধীজন এবং সাংবাদিকবৃন্দ।
আজ(সোমবার) সকাল থেকেই সারাদিন খোকসা প্রেসক্লাব হলরুমে সাংবাদিক মাসুদ এর আত্মার মাগফেরাতের জন্য কোরআন তেলওয়াত করেন মাদ্রাসার মাসুম শিক্ষার্থীরা। পরে বিকেলে বাদ আসর দোয়া অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে একে একে অতিথিবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং প্রয়াত মাসুদের ভাই, প্রয়াত মাসুদের স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ শেষে মাসুদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া অনুষ্ঠান হয়। দোয়া অনুষ্ঠান শেষে আগত অতিথি এবং সর্বসাধারণের মোধ্যে তবারক বিতরণ করা হয়।