মাছ ধরার অভিযোগে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার রতনপুর গ্রামে। জসিম উদ্দিন একই গ্রামেরর রওশন আলীর ছেলে । নিহতের পরিবারের লোকেরা অভিযোগ করছে পূর্ব শত্রুতার জের ধরেই জসিমকে ডেকে নিয়ে ঘটিয়েছে এই হত্যাকান্ড। অভিযোগের তীর খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী নামের স্থানীয় এক চেয়ারম্যান ও তার ছেলেদের বিরুদ্ধে।
জানা যায়, গতকাল সোমবার রাতে চেয়ারম্যানের মালিকানাধীন পুকুর থেকে মাছ ধরার অভিযোগে ঐ যুবককে পিটিয়ে মারাত্মক আহত করা হয়।গুরুতর আহত অবস্থায় ঐ যুবককে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সাংবাদিকদের জানান, ঐ যুবকের মাথায় অসাভাবিক জখম থাকায় তার মৃত্যু হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খোকসার রতনপুরে এক যুবককে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। কি কারণে হত্যাকান্ডটি ঘটলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।