দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী লিফলেট বিতরণের অংশ হিসাবে খোকসা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খোকসা বাজারের প্রধান সড়ক সহ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় থানা ও পৌর বিএনপির একদল নেতৃবৃন্দ কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী এতে নেতৃত্ব দেন।
কর্মসূচি পালনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আমজাদ আলী বলেন, দিনের ভোট রাতে নেয়া এই অবৈধ সরকার রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুটের মধ্যেও মরার উপর খাঁড়ার ঘা’র মতো এবার কেরোসিন, ডিজেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গণ পরিবহনে ভাড়া বৃদ্ধির কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
অবিলম্বে এই সব মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান কাজল, যুগ্ন-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুগ্ন-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ইস্তেকবাল চয়ন, বিএনপি নেতা কায়সার-উল-আলম সউদ, আমিন উদ্দিন বিশ্বাস, যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজা, যুবনেতা কামরুজ্জামান শরীফ, শামীম হোসেন, টিটো, ছাত্রনেতা খাইরুল ইসলামসহ থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।