বৃষ্টি তোমার পথে
——মোঃ জসিম মুন্সি
তোমার ছোঁয়া বৃষ্টি গুলো
কেন এত মধূর হয়?
আমার দেখা বৃষ্টি গুলো
কেন এত মলিন হয়!
তোমার অঙ্গনে বয়ে যায়
বাতাস মিলনে বৃষ্টি
চেয়ে থাকা চাতক বুনোফুলের
মমি অনাসৃষ্টি।
———————
তোমায় ভোলায় যে দৃষ্টিতে,সে
নীল মেঘ ঘেঁষে,
আসুক সাদা খন্ড খন্ডর
তোমার চাওয়ার এই বৃষ্টিতে,
নেই লোক,সেই লোক,
মনে আসা স্বপ্নলোক।
শুধু এক মুঠো বৃষ্টি
তোমার হাতে আজও
সুনিপুণ ছন্দে বাজে।
একদিন আকাশ ভিজবে
মহা প্রলয়,ছিন্নভিন্ন হয়ে
সেই যুগলতারা হাসবে,
সে একা বৃষ্টিতে।