আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়মীলীগের দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে একটি তালিকা। এতে দেখা গেছে, কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদ এর জন্য নৌকার প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ খান। তিনি ওই ইউনিয়ন আওয়ামীলীগেরও সভাপতি।
আব্দুল মজিদ খানের সাথে কথা হলে তিনি জানান, দল আমাকে পূণরায় চেয়েছে, আমি জনগনের জন্য কাজ করে আসছি এবং জনগণের জন্যই আজীবন কাজ করবো।