করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দন চহট আলহাজ ইমারউদ্দিন দাখিল মাদ্রাসায় খেলার মাঠে ধান চাষ করা হয়েছে।
সম্প্রতি করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দীর্ঘদিন অব্যবহৃত খেলার মাঠে রোপণ করা হয়েছে ধান গাছ।
মাদ্রাসা শিক্ষার্থীর এক অভিভাবক বলেন, দেড় বছর যাবৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ছেলে-মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেনা।নন এপিও মাদরাসাটিতে এলাকাবাসীর সাহায্য সহযোগীতার পরিমাণ এখন নেই বললেই চলে। ফলে অফিস সহায়কদের সহযোগীতায় মাদরাসার উন্নয়ন কল্পে ধানগাছ রোপন করা হয়েছে ।এতে নেতিবাচক কোন দৃষ্টিভঙ্গি দেবার কোন কারণ দেখছিনা।
চন্দন চহট আলহাজ ইমারউদ্দিন দাখিল মাদ্রাসার অভিযুক্ত সুপার মমতাজ আলী জানান, ১৯৯৫ সালে আমরা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি। এরপর থেকে স্থানীয়দের সহযোগিতায় মাদ্রাসার কার্যক্রম চালিয়ে আসছি। শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারি না। অফিস সহকারি অনুরোধে করোনাকালে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ধান চাষের অনুমতি দিয়েছি। তাছাড়া মাদ্রাসার বন্ধের কারণে শিক্ষার্থীরা খেলাধুলা তো করে না।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের কাছে ধান রোপণের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, মাদ্রাসা যেহেতু এমপিও ভুক্ত হয়নি। করোনার জন্য বন্ধও রয়েছে। তাই ফেলে না রেখে অফিস কর্মচারী ধান রোপণ করেছেন এতে সমস্যা তো দেখছি না।