খন্দকার জাহাঙ্গীর হুসাইন: কুষ্টিয়ার খোকসা উপজেলার কৃতি সন্তান কবি মুহঃ রেজা উল করিম অসুস্থ। অশীতিপর এই কবি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। ইতোমধ্যে অবস্থার অবনতি ঘটলে তাঁকে মহাখালী ইউনি ভার্সেল হাসপাতালের আই সি ইউতে রাখা হয়। গতকাল ৫ অক্টোবর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে তাঁকে ক্যাবিনে স্থানান্তর করা হয়।
কবির পরিবারের সদস্যরা তাঁর পাশে থেকে সার্বক্ষণিক পরিচর্যা করছেন। তার জন্য দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন।
কবি মুহঃ রেজাউল করিমের ছেলে কবি রেদোয়ানুল করিম রঞ্জু তার ফেসবুক স্টাটাসের মাধ্যমে জানান, ‘আমাদের চির সুখী বাবা ভালো নেই।। অনেক অনেক কষ্ট আর মানুষিক যন্ত্রণায় ভুগছেন সারাক্ষণ।আপনারা সবাই আমাদের বাবার জন্য পরম করুণাময় আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করবেন।। আল্লাহ মেহেরবান আমাদের বাবা কে দ্রুত শেফা দান করুন।। আমিন।।’