বীরাঙ্গনা
শামীমা আক্তার
মনে আছে তোমাদের
মনে আছে কিনা?
বীরাঙ্গনা নারীর কথা
একাত্তরের বীরাঙ্গনা!
মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো
অসংখ্য মা- বোন
পাকিস্তানি হানাদার বাহিনী র
সয়েছে কত নির্যাতন!
অপমানে লজ্জায়
অনেক মা বোন
গলায় দিয়েছে দড়ি
দিয়েছে জীবন বিসর্জন!
তারা আমাদের লজ্জা নয়
তারা আমাদের গর্ব
তাদের ত্যাগের কথা
স্মরণ মোরা করবো।
সম্মান দিবো তাদের
আমরা তাদের ভুলবো না
সেলুট জানাই তাদের
একাত্তরের বীরাঙ্গনা!
অসাধারণ কবিতা