মা
মনিরুল হক
মা আমার সবুজ তৃণভূমি
আমার স্বপ্নিল সোনালী বাক্সভরা স্মৃতিতত্ত্ব ।
আমি আমার মায়ের উচ্ছ্বসিত চিত্তের
অবিনাশী সত্ত্বা ।
জন্ম জন্মান্তরের বাধন।
কখনো ভূলতে পারিনা তোমায়,
মা ।
আমার মা, আমার অস্তিত্ত্ব ।
অনন্তকাল ধরে টিকটিক করা,
হ্রদস্পন্দন।
তোমার কোমল মতৃক্রোড় থেকেই
অনশ্বর উত্তরসূরিতার শুরু।
তোমার গাঢ় রক্তপিন্ড থেকেই আমার উত্থান।
তোমার ক্ষয়ে যাওয়া ধূসর মৃত্তিকা থেকেই
উঠে এসেছি আমি।
মাটির ক্ষয় আছে। কিন্তু-
তোমার কোন ক্ষয় নেই।
মা।
তোমার কোন বিনাশও নেই।
তুমি নির্বান ।
নেই কোন ধ্বংস।
আছে শুধুই উত্থান।
মায়ের শাসনে কঠোরতা আর
অন্তরীক্ষ কোমলতার সোপান।
মায়ের ভালবাসা কল্প-কল্পান্তরের
জাতি-জাতিস্বর।
আমার মা, আমার স্বর্গ।
অনন্যসুন্দর পটভূমি, স্মৃতি-অনুস্মৃতি।
তোমার মাতৃত্বের ভূমিতে, মাগো-
আমার অন্ত-সলিলা, সদা জাগ্রত।
মা, আমার স্বর্গরাজ্য
অনন্ত সুখের দিন-কার্য।