একুশের ডাক
জাহাঙ্গীর চৌধুরী
ক্ষিতির পথে ঘুরে ঘুরে হাজার বছর ধরে,
বাংলা বর্ণ জনন করে ভাষার বন্ধন ওরে।
বাংলাভাষা মায়ের ভাষা মায়ের মুখের হাসি,
জন্মের পরে মাতা হলেন শিশুর ভাষার চাষি।
ভাষার খুনি তুললো ধ্বনি জব্দ করতে ভাষা,
জীবন দিয়ে সোনার ছেলে নাশিল সেই আশা।
একুশের ডাক বাঙালির বাক শোণিত ঝরা দিবস,
মাতৃভাষা উদ্ধার করে আনল মায়ের হরষ।
এসেছে আজ শহীদদিবস
যাব শহীদমিনার,
শহীদের ঋণ শোধ হয় না তাঁরা চির শ্রদ্ধার।।
সংক্ষিপ্ত কবি পরিচিতি
————————-
আগা জাহাঙ্গীর হোসেন চৌধুরী,পিতা -মৃত ওয়ালী আহমেদ চৌধুরী,মাতা-সালেহা বেগম,স্ত্রী-খাদিজা খাতুন মজুমদার,গ্রাম+পোঃ-বিজয় করা, উঃজেলা-চৌদ্দগ্রাম,জেলা-কুমিল্লা।তিনি ১৯৫৮ সালে ২৫জুন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৭৩সালে বিজয় করা উচ্চ বিদ্যালয় হতে এস,এস,সি পাশ করে ১৯৭৭ সালে কলেজ জীবন সমাপ্তির পর সরকারি চাকুরিতে খাদ্য বিভাগে যোগদান করেন। তিনি ২০১৭ সালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করেন।কবির ছোট বেলা থেকে টুকটাক লেখালেখির অভ্যাস ছিল।এযাবৎ কবির একটি একক কাব্যগ্রন্থ ও ১৪টি যৌথকাব প্রকাশিত হয়েছে।কবি বর্তমানে চট্টগ্রাম শহরে বসবাস করেন। কবির ২ছেলে ও ১ মেয়ে।
ফোন নং-০১৭৮৪২৬২৬৮০
ওয়াটসএ্যপ নং-০১৭৮৪২৬২৬৮০