উন্নয়ন
ইস্তেকবাল চয়ন
ঋন নিয়ে তুমি করিয়াছো বাড়ী
সাজিয়েছো ঘর আলো।
সবাই ভাবিছে উন্নয়ন তোমার
হয়েছে অনেক ভালো।
চলাফেরা করো ফিটফাট হয়ে
চড়িয়া দামী গাড়ী।
কেউ তোমারে বললে কিছু
মারো অনেক ঝাড়ি।
দান খয়রাত করো তুমি বেশ
গহনা বানাও দামী।
স্ত্রীর কাছে হয়েছো তুমি
ভালো একজন স্বামী।
ধীরে ধীরে তোমার ঋনের বোঝা
বাড়িয়া হয়েছে বহুগুণ।
বেহাল অবস্থা এখন তোমার
ভিতরে জ্বলিছে আগুন।
সব বেচে কিনে হয়না তবুও
ঋনের বোঝা শেষ।
ফতুর হইয়া গিয়াছো তুমি
রয়েছে দেনার রেশ।
পাগল প্রায় হয়ে গেছো তুমি
বলিছ আবোল তাবোল।
সব মানুষকে বোকা বানাতে
পিটায়া চলিছো ঢোল।
এটাই এখন অবস্থা তোমার
জানে সব জনগণ।
তবুও চিৎকার করে বলিয়া চলিছো
উন্নয়ন উন্নয়ন উন্নয়ন।