“আষাঢ়ের বর্ষায়”
জেড এফ আদন
মেঘ বাদলের আষাঢ়ে
কর্মে মাতি আমি চাষারে,
ওরে বৃষ্টি তুই ঢলে আয়
যেনো জলচররা স্বস্তি পায়।
বর্ষার প্রবল বারিধারায়
ধুয়ে মুছে যায় ডাস্টগুলো,
চিকচিক করে বন্যার পানি
দ্বীপ মনে হয় গ্রামগুলো।
সবাই যখন মাছ ধরবে
ডাকবো আমি জেলেরে,
কলাগাছের ভেলা বানিয়ে
কাটবো সাঁতার পাথারে।
রিমঝিমিয়ে বৃষ্টি পরে
আর দেখা যায় রংধনু,
শিরশিরিয়ে শীতল হাওয়ায়,
শিউরে ওঠে মোর তনু।
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙের ডাকে
বাদল নামে এ ধরাতে,
বর্ষার জমানো পলি সাহায্য করে
চাষীর ফলন ফলাতে।