আমি প্রেমিক হতে পারিনি
-বিচিত্র কুমার
কোন এক নাটকীয় দৃশ্যের ভিতরে
তোমার ঠোঁটে ঠোঁট রাখিনি,
এযুগের নায়ক নায়িকার মতো
তোমার বুকের বোতাম ছিড়িনি।
এজন্যে হয়তো তোমার কাছে
আমি প্রেমিক হতে পারিনি,
সুদর্শন পরুষ হতে পারিনি
কিম্বা রোমান্টিক হতে পারিনি।
তুমি যদি আমাকে কাছে টেনে নিতে
তাহলে আমিও প্রেমিক হতাম,
তুমি যদি বাঘিনী হতে
তাহলে আমিও পাগলা ঘোড়া হতাম।
কিন্তু তুমি আমাকে প্রেমিক হতে দিলে না
তুমি আমাকে প্রেম শেখালে না,
কারণ আমি শারুফখান কিম্বা কালাচাঁদ ছিলাম না
তাই তো তুমি প্রেম দিলে না।
আমি প্রেমিক হতে পারিনি
সারাটা জীবন তোমার আসামিই হয়ে রয়ে গেলাম,
আমি মিছেমিছি কাঁদতে পারিনি
তাই তোমার কাছে অপরাধীই রয়ে গেলাম।