🕋 আমার প্রিয় নবী 🕋
শাহনাজ পারুল
ইয়া রাসূলুল্লাহ.. ইয়া হাবীবুল্লাহ
ইয়া রাহমাতুল্লিল আল আমিন
আপনি মাফ করে দেন
আপনাকে গালি দিয়েছে শুনে
বুকের ভিতর দাউ দাউ করে
আগুন জ্বলে উঠেছে
কিছুই করতে পারিনি শুধু
নীরবে চোখের পানি ফেলা ছাড়া
আপনি হলেন
নূরের নবী….মায়ার নবী
দয়ার নবী…. প্রাণের নবী
আপনি আমার জীবনের জীবন
রোজ হাশরের কঠিন বিপদের
দিনে আপনি ছাড়া দরদী কেউ নাই
আপনি হলেন দুই কুলের সুলতান
তাইতো আল্লাহ নাম রাখিয়াছে
মোহাম্মদ রাসূল
ওহে. রাসূলের দুশমনেরা
আমার আল্লাহ তা’আলা নিজেই
তাঁর হাবীবকে ডাকেননি
কখনো প্রত্যক্ষ নামে !
অথচ তিনি অন্যান্য নবীদেরকে
ডেকেছেন তাদের সরাসরি নাম ধরে
আল্লাহ পবিত্র কুরআনে এইভাবে ডেকেছেন
হে আদম !
তুমি আর তোমার স্ত্রী জান্নাতে
বসবাস করো
হে নূহ!
আমার পক্ষ থেকে শান্তিও
বরকত অবতরণ করো
হে ইব্রাহিম!
তুমি স্বপ্নে দেখা হুকুমকে সত্যে
পরিণত করো
হে মুছা! ভয় করো না
হে ইয়াহিয়া !
তুমি এই কিতাব কে মজবুত
ভাবে আঁকড়ে ধরো
হে জাকারিয়া!
আমি আপনাকে একটি পুত্রের
সুসংবাদ দিয়েছি তার নাম ইয়াহিয়া
কিন্তু যখন আল্লাহ তার বন্ধু
মোস্তফাকে ডাকার ইচ্ছা করছেন
তখন ডেকেছেন এইভাবে..
হে নবী! আল্লাহর উপর আস্থা রাখুন
আমার সেই নবী মোহাম্মদ (সঃ)
নিয়ে এত কুরুচিপূর্ণ মন্তব্য
নুপুর শর্মারা যাই বলুক না কেনো?
স্বয়ং আল্লাহ নিজে তাঁর
হাবীবের চরিত্রের শ্রেষ্ঠত্ব
ঘোষণা দিয়েছেন
আপনাকে ভালোবাসি হে নবী!
আপনার জন্য নিজেকে
উৎসর্গ করে দিব.
আমার নবীকে গালি
দেওয়ার
অধিকার কারো নাই
হে পৃথিবীর সকল মুসলমান !
ঈমানের বলে বলিয়ান হও
বারুদ হাইড্রোজেন পারমাণবিক
হয়ে জ্বলে উঠো।