আমার ছোট্ট গাঁয়
নূর-ই-ইলাহী
কাঁঠাল-চাঁপার গন্ধে মুখর জোসনা রাতের তারা
ঝুমকো জবার পরাগ মাখি পরাণ আত্ম-হারা।
ঝরা পাতার আবির মেখে ভাবনা জাগে মনে
ইচ্ছে করে ফিরে যেতে ঊষা কালের ক্ষণে।
গাঁয়ের চাদর বিলায় আদর হিজল গহন বন
স্বপ্ন রাঙ্গা মনের আকাশ মন হারালো মন।
শ্যামলিমা গ্রাম যে আমার রাখালিয়ার গান
কলমি ফুলের হাসি দেখে নেচে উঠে প্রাণ।
শুকনো পাতা বিছিয়ে আছে গাঁয়ের পথে পথে
মন হারালো প্রাণ হারালো রূপকথারই রথে।