অভিমান
-বিচিত্র কুমার
এখন আর তোমার প্রতি কোন অভিমান হয় না
যেদিন থেকে জেনেছি তুমি আমার কেউ না
তাই তোমার প্রতি আমার আর কোন অভিযোগ নেই
কখনো আর তোমার প্রিয় নাম ধরে ডাকবো না।
বারবার মনে পড়লেও কখনো আর আমি বলবো না
তোমাকে আর কতদিন ধরে দেখি না,
এসো না দেখা করি দুজনে কোথায় বাড়াতে যাই?
গড়ম চায়ের চুমুতে চুমুতে আর স্বপ্ন আঁকবনা।
তুমি তো উড়ন্ত পাখির মতো এ ডালে ও ডালে বসো
পাতার ফাঁকে লুকিয়ে লুকিয়ে কথা বলো,
চাঁদের আলো ভালো লাগে তোমার রঙধনু রঙ
জানি না আরো কত প্রেম প্রেম খেলো।
তোমার স্বরূপ জেনে ফেলেছি চিনিছি তোমায় আমি
আমার চেয়ে অন্য কেউ তোমার কাছে দামি,
কালোমেঘে ছেয়ে গেছে মনের আকাশ বজ্রবৃষ্টি হচ্ছে
তবু তোমায় আর মনে করবো না আমি।
ভুলেও তোমার কথা আর কখনো মুখে আনবো না
কারণ আমি তো আর তোমার কেউ না,
তাই এখন আর তোমার প্রতি কোন অভিমান হয় না
নিজের প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই না।