আমার মাঝে কে কথা কয়?ক্ষণে ক্ষণে আনমনে।
আমার মাঝে বসত কাহার?কে আসে যায় নির্জনে?
আমি তাহার নাম না জানি,পাখি আমার চতুর মানি।
ধরতে গেলে দেয় না ধরা,লুকায় পাখি কোন বনে?
পাখি আমার বাঁধ মানেনা,দিনে দিনে হয় অচেনা।
অচিন পাখি খুব সেয়ানা,আসা যাওয়া গোপনে।
অধরারে ধরতে নারি,অহর্নিশি মিছে ঘুরি।
পাখি আমার আড়ালে রয়,ধরি তারে কেমনে?
ছয় বেহারা পালকি করে,আসে পাখি ঘুরেফিরে।
দমন তারে করতে নারি,পাখি আমার কার অধীনে?
ভেবে কবি আহম্মেদ বলে,এই পাখিরে না চিনিলে।
মানব জনম বৃথা মন তোর,জনম মিছা হয় ভুবনে।