অতি প্রগতিশীল মুসলিম
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
ঈদ এলে কতো গান-কবিতা সাজাও
সাজিয়েছো ঘর ওগো ঘরেরও বিবি
সাজালে কী গো তোমার ঈমান আকিদ
মনের খেয়ালে গড়া রয়ে যায় সিভি!
অহীর কিতাবে যদি মন নাহি টানে
বিধানে কানুনে যদি ধরে মন ভুল
প্রগতি-দোহাই টেনে মনগড়া দাবী
তুলে তবে কেনো আজ ভুলে যাও মূল?
ঈদের বাজারে তুমি ধূম ফেলো কিনে
মার্কেটে ঢোকা দায় তোমাদের ভীরে
ঈমান আকিদা দেখি বাতিলের দলে
পলে পলে মুনাফিকি রূপ আসে ফিরে!!
পর্দা অথবা নারী, টিপ রীতি ইস্যু
এসবে তোমায় দেখি দায়ুসের দলে
হাউশ করেই যদি ঈদ মানো তুমি
মানোনি কেনোই অহির বাণী কৌশলে??
ঈদের বাজার কিনে দেখালে সবার
কেনোনি শার্ট জামা অনাথের তরে
কী করে তোমার ঈদ সফলতা পেলো
ঈদের পোষাক পরে পরকীয়া করে???
হালাল হারাম যাহা জানো সব বিধি
মানো শুধু যতোটুকু সুবিধেয় আসে
বিপরীত হলে কোনো জীবন বিধান
দেখা কেনো মেলে নাই ঈমানের পাশে?
আপন ঈমানি ভ্রাতা বোন জনগণ
বিপদ বেঘোর যদি দেখে কোন কালে
তাহার বিরোধে মন কেনো ছুটে যায়
ফেলে দাও তারে কেনো আরো বেড়া জালে?
তোমার আমলে ঈদ অথবা প্রোমোদ
সকল দেখেছি মেকি দেখানোর আশ
হতে কী পারো এবার এলে ঈদ ঘরে
একেবারে মনেপ্রাণে আল্লাহর দাস??
১৯/৪/২০২২